বন্ধ থাকবে এলাকার সমস্ত দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতীকী ছবি।
উপনির্বাচনের দিন, অর্থাৎ ৩০ অক্টোবর চার বিধানসভা কেন্দ্র এলাকার সমস্ত কর্মক্ষেত্রে ছুটি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। পাশাপাশি, ওই এলাকার যে ভোটারদের কর্মক্ষেত্র বিধানসভা এলাকার বাইরে, তাঁদেরও ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বন্ধ থাকবে এলাকার সমস্ত দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। অসংগঠিত ক্ষেত্রে ওই এলাকার যে ভোটাররা কাজ করেন, তাঁদেরও ওই দিন ছুটি দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার।
৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের ফল বেরবে ২ নভেম্বর। উপনির্বাচন উপলক্ষে পুরোদমে প্রচার করছে সমস্ত রাজনৈতিক দল। শুক্রবার গোসাবা এবং খড়দহে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই ভাবে উত্তর-দক্ষিণে সমান তালে প্রচার চালাচ্ছে বিজেপি-ও।