দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের রাজ্য কমিটি। বারাণসী রওনা হওয়ার আগে মমতা ওই কথা জানিয়েছেন। ১১৯টি ওয়ার্ডে জয় পেয়েছেন নির্দল কাউন্সিলররা। যাঁদের বেশিরভাগই দলের প্রার্থী না হতে পেরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
পুরভোটের আগে নির্দল প্রার্থীরাই চিন্তা বাড়িয়েছিলেন তৃণমূলের। তাই তৃণমূলের শীর্ষ নেতারা জানিয়েছিলেন, যাঁরা দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, তাঁদের আর দলে নেওয়া হবে না। জিতে গেলেও দলের দরজা বন্ধই থাকবে তাদের জন্য। বুধবার পুরভোটের ফল প্রকাশের পর ওই প্রশ্ন নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূলের রাজ্য কমিটি। বারাণসী রওনা হওয়ার আগে মমতা ওই কথা জানিয়েছেন। ১১৯টি ওয়ার্ডে জয় পেয়েছেন নির্দল কাউন্সিলররা। যাঁদের বেশিরভাগই দলের প্রার্থী না হতে পেরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন।
জয়ী নির্দল কাউন্সিলরদের নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু বলব না। পার্টি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। এটা কিছু সংখ্যায় হয়েছে মাত্র। খুব বেশি নয়। রাজ্য কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটা অত্যন্ত ছোট বিষয়।’’ পুরভোটের আগে নির্দল সংক্রান্ত প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ, যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।”
দলত্যাগীদের বার্তা দিতে গিয়ে পার্থ আরও বলেছিলেন, “অনেকেই তো বিজেপি-তে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি। তাই যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই— নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন। আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন—দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পূরণ হবে না। দলেও ফেরা যাবে না।” তবে মমতার বক্তব্যের পর ওই নির্দলদের অনেকে রাজ্যনেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করতে পারেন বলে মনে করছে দলের একাংশ।
মমতা যে ভাবে বিষয়টিকে ‘অত্যন্ত ছোট বিষয়’ বলে বর্ণনা করেছেন, তাতে জল্পনা শুরু হয়েছে যে, নির্দলদের তাঁদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেও নিতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ যাওয়ার আগে সে বিষয়ে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। আগামী ৮ মার্চ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাজ্য কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। সেখানেই নির্দল কাউন্সিলরদের নিয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে। প্রসঙ্গত, কলকাতা পুরসভায় দলীয় প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে জেতা তিনজন নির্দল কাউন্সিলরকে দলে নেওয়া হয়নি। অনেকের বক্তব্য, তেমন হলে তাঁরাও তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে দলে ফেরার আবেদন জানাতে পারেন।