municipal election

Municipal Election in West Bengal: বিধানসভায় শ্বশুর মদন, পুরসভায় পুত্রবধূ মেঘনা, কামারহাটিতে মিত্র পরিবারের দ্বিতীয় জন

এ বারের পুরভোটে কামারহাটি পুরসভায় চমক দিয়ে শ্বশুর মদনের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে প্রার্থী হন মেঘনা। প্রচারে বড় সভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ায় জোর দিয়েছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠদের দাবি, সেই প্রচারের ফলস্বরূপই মেঘনা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:১৯
Share:

মদন মিত্রর পুত্রবধূ বড় ব্যবধানে জিতলেন কামারহাটি পুরসভায়। নিজস্ব চিত্র।

কামারহাটিতে পুরভোটে বড় ব্যবধানে জয় পেলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। বুধবার সকালে কামারহাটি পুরসভার গণনা শুরু হওয়ার পর থেকেই ভাল ব্যবধানে এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী মেঘনাও নিরাপদ ব্যবধানে এগোতে শুরু করেন। গণনাশেষে মদনের পুত্রবধূ জয় পান ৪,৫৭০ ভোটে।

Advertisement

নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন মদনের পুত্রবধূ। মিত্র পরিবারের দ্বিতীয় সদস্য হিসেবে কামারহাটি এলাকা থেকে জনপ্রতিনিধি হলেন মেঘনা।

এ বারের পুরভোটে কামারহাটি পুরসভায় চমক দিয়ে শ্বশুর মদনের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে প্রার্থী হন মেঘনা। প্রচারে বড় সভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ায় জোর দিয়েছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠদের দাবি, সেই প্রচারের ফলস্বরূপই মেঘনা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ভোটের দিন কামারহাটিতে গোলমাল হয়েছিল। পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি ভাঙচুর করেছিল জনতা। মদন তখন বলেছিলেন, ওই গাড়িতে তিনি খাবার এবং জল পাঠিয়েছিলেন। তবে ওই ঘটনার পর কোনও ‘পাল্টা প্রতিরোধ’-এ নামেনি মদন-বাহিনী।

Advertisement

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর কনিষ্ঠ পুত্র শুভরূপ মিত্রের স্ত্রী মেঘনা কামারহাটিরই মেয়ে। এ বার তাই কামারহাটিতেই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় সসম্মানেই উত্তীর্ণ হলেন মদনের পুত্রবধূ। বড় ব্যবধানে জয়ের পর তাঁকে পুরসভায় কোনও পদ দেওয়া হয় কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে মদনের অনুগামীদের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement