Mamata Banerjee

মমতার মুকুটে দ্বিতীয় ডিলিট উপাধি, কলকাতার পর দিতে চলেছে আরও এক বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দিতে চেয়ে চিঠি দিয়েছিল সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠি পাওয়ার পর সাম্মানিক উপাধি নিতে সম্মত হয়েছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৬:৫৬
Share:

সাম্মানিক ডিলিট পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিতে চলেছে সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তা নিতে সম্মতও হয়েছেন।

Advertisement

মুখ্যমন্ত্রীকে ডিলিট দিতে চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছিলেন সেন্ট জ়েভিয়ার্স কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠি পাওয়ার পর সাম্মানিক ডিলিট নিতে সম্মতি দিয়েছেন মমতা। এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও মমতাকে ডিলিট দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট নিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালের সিদ্ধান্ত নিয়ে সেই সময় বিতর্ক হয়েছিল। কেন মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে, কী তার উদ্দেশ্য, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এমনকি, হাই কোর্টে তা নিয়ে মামলাও হয়েছিল।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট ছাড়াও আরও এক কলেজের তরফে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতাকে সাম্মানিক ডক্টরেট দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement