প্রদীপের সেই অফিস। নিজস্ব চিত্র।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকে হানা দিল সিবিআই। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ধৃত প্রদীপ সিংহের অফিসে বৃহস্পতিবার অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, সল্টলেক জিডি ২৫৩ ঠিকানায় হানা দেয় সিবিআই। বুধবার এসএসসি দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। সল্টলেকের ওই ঠিকানায় প্রদীপের অফিস রয়েছে। প্রদীপ ‘মিডলম্যান’ বলে দাবি তদন্তকারীদের।
বৃহস্পতিবার ওই অফিস থেকে বার হতে দেখা যায় সত্যজিৎ মুখোপাধ্যায় নামে এক এক ব্যক্তিকে। তিনি পেশায় গাড়ি চালক বলে দাবি করেছেন। সত্যজিৎ বলেছেন, ‘‘গাড়ি ভাড়ার অফিস রয়েছে এখানে (যেখানে সিবিআই তল্লাশি চালিয়েছে)। এখানে প্রদীপকে দেখেছি। উনি কাজ করতেন। কী কাজ করতেন জানি না। আমি তিন মাস ধরে আছি এখানে।’’ এসএসসি দুর্নীতি মামলার সঙ্গে প্রদীপের এই অফিসের কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অফিসের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় গত ২২ জুলাই শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে নাটকীয় ভাবে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সে দিন সকালে সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পার্থর বাড়ি ঘিরে ফেলেছিল তদন্তকারী সংস্থা। সে দিনই মধ্যরাতে তাঁকে গ্রেফতার করা হয়। পরের দিন অর্থাৎ ২৩ জুলাই, শনিবার সকালে পার্থকে বাড়ি থেকে বার করেন তদন্তকারীরা। তার পর যত তদন্ত এগিয়েছে, ততই পরতে পরতে নাটকীয় মোড় নিয়েছে ঘটনাপ্রবাহ। বর্তমানে পার্থর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।এই মামলায় গ্রেফতার করা হয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে। এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা এবং অশোক সাহাকেও গ্রেফতার করা হয়েছে।