প্রতীকী ছবি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বার কাউন্সিল থেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আমার নামে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠি কে লিখেছেন, আমি জানি। চিঠির ভাষা থেকে আমাদের শেখা উচিত। বিচারপতি কারনানের সঙ্গে আমাকে তুলনা করা হয়েছে।’’
নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। কাউকে রেয়াত নয়, সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানিয়ে দল আদালত। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ সিবিআইকে সেই স্বাধীনতা দিল। শান্তিপ্রসাদ সিন্হা ও জড়িত অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নতুন করে অভিযোগ দায়ের করে মামলার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।
হাই কোর্টে নির্দেশ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘আমি এখনও আদালতের নির্দেশ দেখিনি। না দেখে কোনও মন্তব্য করব না। তবে বিচারপতি যে ভাবে সিবিআইয়ের উপর আস্থা প্রকাশ করছেন, অতটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও করেন না।’’