পুরুলিয়ায় বেগুনকোদরে। —নিজস্ব চিত্র।
পুরুলিয়ায় ‘বরফ’! এমন খবরে শোরগোল পড়ে গেল শনিবার। এ দিন সকালে ঝালদা ২ ব্লকের বেগুনকোদর গ্রামে হাইস্কুলের পিছনে খড়ের গাদার উপরে পাতলা বরফের স্তর দেখতে পাওয়া গিয়েছে বলে দাবি করেন বাসিন্দারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তবে বরফ পড়ার মতো তাপমাত্রা পুরুলিয়ায় নামেনি। জেলা কৃষি দফতর জানিয়েছে, শুক্রবারের তুলনায় পুরুলিয়ায় এক লাফে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে যায় ৬.৪ ডিগ্রিতে। পুরুলিয়া জেলা কল্যাণ কৃষি বিজ্ঞানকেন্দ্রের কৃষি আবহাওয়া কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ সুদীপ্ত ঠাকুরের দাবি, ‘‘ওটা বরফ নয়। একে ‘ফ্রস্ট’ বলা হয়। আচমকা তাপমাত্রা হঠাৎ কমে গেলে অনেক সময়ে জলীয় বাষ্প সূক্ষ্ম বরফের কণা হিসেবে জমলে এমনটা হয়।’’
জেলা বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা-সহায়ক সুমন কর্মকারের ব্যাখ্যা, ‘‘ভৌগোলিক ভাবে পুরুলিয়া জেলার যা অবস্থান, তাতে বরফ পড়ার কথা নয়। আচমকা তাপমাত্রা অনেকখানি কমে গেলে ও আকাশ পরিষ্কার থাকলে মাটির কাছাকাছির তাপমাত্রা বাতাসের তুলনায় অনেক কমে যায়। সে কারণে তাপমাত্রা শূন্যের কাছাকাছি না হলেও বাতাসের জলীয় বাষ্পের কিছুটা অংশ মাটির কাছে থাকা খড়ের উপরে জমে সূক্ষ্ম বরফ-কণায় পরিণত হয়েছে।’’
আরও পড়ুন: শীতের কামড়ে আজ কি নয়া রেকর্ড?