mukul roy

Mukul Roy: মুকুল-শুনানি আপাতত স্থগিত রাখলেন স্পিকার

মুকুলের দলত্যাগের বিষয়ে স্পিকারকে সিদ্ধান্ত জানাতে বলেছিল হাই কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৫:২৯
Share:

ফাইল চিত্র।

‘দলত্যাগী’ মুকুল রায়ের বিধায়ক-পদ খারিজের দাবি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে তাঁর নিয়োগে প্রশ্ন তুলে বিজেপির আবেদনের শুনানি আপাতত স্থগিত রাখলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের মত সাপেক্ষে পরবর্তী শুনানি হতে পারে আগামী ২২ ডিসেম্বর। পিএসি-র চেয়ারম্যান পদে মুকুলের নিয়োগ ‘অবৈধ’, এই অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল বিজেপি। মুকুলের দলত্যাগের বিষয়ে স্পিকারকে সিদ্ধান্ত জানাতে বলেছিল হাই কোর্ট। কিন্তু বিধানসভার বিষয়ে স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করা যায় না, এই যুক্তি নিয়ে স্পিকারের তরফে সুপ্রিম কোর্টে দরবার করা হয়েছে। এই প্রেক্ষিতেই স্পিকার শুক্রবার বলেন, ‘‘গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত বিধানসভার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’ সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তার পরে ২২ ডিসেম্বর শুনানি হতে পারে বলে স্পিকারের দফতর সূত্রের খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলে রেখেছেন, তাঁদের আইনি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থে হয়েছেন স্পিকার। ফলে, এর পরে আদালতেই যা ফয়সালা হওয়ার, হবে। তবে সুপ্রিম কোর্ট এখনও শুনানির দিন ধার্য না করলেও বিধানসভার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হল কেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে বিরোধী শিবির থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement