সৌগত রায় ও দিলীপ ঘোষ।
রবীন্দ্রনাথকে নিয়ে তরজা চলছে তৃণমূল এবং বিজেপির। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আগরপাড়ায় শনিবার এক জনসভায় কারও নাম না করে সৌগতবাবুর কটাক্ষ, “দাড়ি বড় করলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। বাংলার কৃষ্টি-সংস্কৃতি টুকে আয়ত্তে আনা যায় না। বাংলার মানুষ সেটা বুঝেছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশেই এই মন্তব্য করেছেন এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ।
এ দিন বিকেলে আগরপাড়া দক্ষিণ স্টেশন রোড ময়দানে সভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নির্মল ঘোষ, মদন মিত্র-সহ জেলার বিভিন্ন নেতারা।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের নেতা-কর্মীদের পেটানোর হুমকি দিয়েছিলেন। এ দিনও কলকাতার লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা ঢালীপাড়ার স্কুল মাঠে চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু ফের বলেন, ‘‘যে দিন সত্যি আমরা মারতে আরম্ভ করব, সে দিন হাসপাতালের বেড খালি থাকবে না। আমরা ঝামেলা শুরু করলে ওদের নাওয়া-খাওয়া মাথায় উঠবে। ঝান্ডা ধরার লোক থাকবে না। তৃণমূলের অফিসের ঝান্ডা পাল্টে যাবে।’’
সৌগতবাবু এ দিন দিলীপবাবুর উদ্দেশে বলেন, “ফাঁকা হুমকি দিয়ে লাভ নেই। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখান। আপনাকে দেখে আমার ধর্মের যাঁড়ের কথা মনে হয়। কর্মীদের বলছি, ভয় পাবেন না, গুঁতোনো ছাড়া ধর্মের ষাঁড়ের কোনও ক্ষমতা নেই।”