লাইন মেরামতির কারণে কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল চিত্র।
ব্যান্ডেল-কাটোয়া লাইনে শুক্রবার থেকে একাধিক ট্রেন বাতিল। টানা ১৫ দিন ওই লাইনে পরিষেবায় ব্যাঘাত ঘটবে বলে জানাল রেল। বুধবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কবে কোন কোন ট্রেন বাতিল করা হবে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ৯ জুন থেকে ব্যান্ডেল-কাটোয়া লাইনে কিছু ট্রেন বাতিল থাকবে। তা চলবে ২৮ জুন পর্যন্ত। পাটুলি এবং কাটোয়া স্টেশনের মাঝে ডাউন লাইনে লাইন মেরামতির কাজ হবে। সেই কারণেই কিছু ট্রেন বাতিল করতে হচ্ছে।
রেল জানিয়েছে, ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ৯ থেকে ২৮ জুন পর্যন্ত বাতিল থাকবে। এ ছাড়া, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল ট্রেনটিও বাতিল করা হয়েছে এই ১৫ দিনের জন্য। বিকল্প ব্যবস্থা করা হয়েছে ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকালে। এই ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত যাবে। বিকেল ৩টে ২৯ মিনিট নাগাদ আবার ওই স্টেশন থেকেই ট্রেনটি ছাড়বে।
তবে এই সমগ্র ব্যবস্থায় ব্যতিক্রম কেবল বৃহস্পতিবার এবং রবিবার। ওই দু’দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। ট্রেন বাতিলের কারণে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। পরিষেবায় এই ব্যাঘাতের জন্য রেল দুঃখপ্রকাশ করেছে।