কড়া নিরাপত্তা পুলিশের। নিজস্ব চিত্র
তৃণমূল পরিচালিত সমবায়ের পরিচালন সমিতির বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল সদস্যদেরই একাংশ। এ ঘটনা হুগলির বৈঁচির। এ দিন ওই সমবায় সমিতির সাধারণ সভা ঘিরে টানটান উত্তেজনা ছিল। মোতায়েন ছিল পুলিশও। তবে দিনের শেষে অবশ্য কোনওরকম অশান্তি বাদ দিয়েই শেষ হয়েছে সাধারণ সভা। তবে এ দিন অনাস্থার উপর ভোটাভুটি হয়নি।
বৈঁচি সমবায় পরিচালন সমিতির বিরুদ্ধে তৃণমূলের-ই একাংশের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েক জন অন্যায় ভাবে ক্ষমতা দখল করে রেখেছেন। ওই সমবায়ের ২৯ জন বোর্ড সদস্যের মধ্যে ২৫ জন তৃণমূলের। ৪ জন সিপিএমের। মাস দু’য়েক আগে সমবায়ে দূর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু কুমার নামে এক বোর্ড সদস্য। সম্প্রতি পরিচালন বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের একাংশ।
বর্তমান বোর্ডের তৃণমূল সদস্য অমরনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমবায় পরিচালনায় বেনিয়মের জন্য আমরা অনাস্থা এনেছি।’’ বোর্ডের ডিরেক্টর চন্দ্রচূড়ামণি চক্রবর্তীর পাল্টা অভিযোগ, ‘‘তৃণমূলেরই কিছু সদস্য সিপিএমকে সঙ্গে নিয়ে বোর্ড ভাঙতে চাইছে।’’ তিনি তোপ দেগেছেন ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষয়টি হুগলি জেলা নেতৃত্বের কানে তোলা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।