Ira Basu

Ira Basu: মমতা ও অভিষেককে ধন্যবাদ, পেনশনের নথি হাতে পেয়ে বললেন বুদ্ধদেব-শ্যালিকা ইরা

কিছু দিন আগেই লুম্বিনী পার্ক হাসপাতালে থাকাকালীন পেনশনের বিষয়ে অভিষেকের সঙ্গে কথা হয়েছিল ইরাদেবীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ইরা বসু

Advertisement

অবসর নেওয়ার ১২ বছর পর পেনশন চালু হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর। হাতে পেনশনের নথি পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের প্রাক্তন শিক্ষিকা ইরা। তিনি বলেন, ‘‘অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রী, অভিষেক, আমাদের ডিআই এবং খড়দহ প্রিয়নাথ স্কুলের প্রধান শিক্ষিকাকে। ওঁদের জন্য আমার পেনশনের সমস্যা এত তাড়াতাড়ি মিটল।’’

কিছু দিন আগেই লুম্বিনী পার্ক হাসপাতালে থাকাকালীন পেনশনের বিষয়ে অভিষেকের সঙ্গে কথা হয়েছিল ইরাদেবীর। তার পর মঙ্গলবার রাজ্য সরকারের তরফে পেনশনের বিজ্ঞপ্তি জারি হয়। বুধবারই বেলার দিকে ইরাদেবীর হাতে পেনশনের যাবতীয় কাগজপত্র দিয়ে গিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই)।

১২ বছর আগেই পেনশন পাওয়ার কথা ছিল ইরাদেবী। সেই ছাড়পত্র পেতে কেন এত সময় লেগে গেল, সে বিষয়ে বুদ্ধদেব-শ্যালিকা বলেন, ‘‘কিছুটা আমারও গাফিলতি ছিল। অবসরের দিন আমার থেকে এমএসসি-র সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হয়েছিল। কিন্তু আমি জোগাড় করতে পারিনি। তদানীন্তন সরকারকে বললে হয়তো কিছু একটা ব্যবস্থা হত, কিন্তু আমি কারও কাছে যাইনি। তাই হয়নি।’’

তবে এই সব বিষয় নিয়ে আর ভাবতে রাজি নন ইরাদেবী। তিনি বলেন, ‘‘আমি আবার পড়াব ঠিক করেছি। তবে একটা ভাল বাড়ি পেলে। এই খড়দহের বাড়িতে বাড়িতে পড়ানো সম্ভব নয়। আপাতত দু-তিন বছর এখানেই থাকব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement