SFI

স্পর্শ, যৌনশিক্ষা নিয়ে এসএফআইয়ের কর্মশালা

‘ভাল ও খারাপ স্পর্শে’র বিষয়ে কর্মশালারও আয়োজন করেছে তারা। প্রশিক্ষক ছিলেন শাহনাজ রেজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৪২
Share:

কর্মশালারও আয়োজন করেছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। —ফাইল চিত্র।

পাঠ্যসূচিতে ‘জীবনশৈলী ও যৌনশিক্ষার গুরুত্ব’, এই বিষয়ে আলোচনা-সভার আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। বক্তৃতা করেন মোহিত রণদীপ। সেই সঙ্গে ‘ভাল ও খারাপ স্পর্শে’র বিষয়ে কর্মশালারও আয়োজন করেছে তারা। প্রশিক্ষক ছিলেন শাহনাজ রেজা। সোদপুর ট্র্যাফিক মোড়ের নাম সরকারি ভাবে ‘তিলোত্তমা মোড়’ করা-সহ বিভিন্ন দাবিতে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সোদপুর থেকে বারাসত পর্যন্ত যে ‘জাস্টিস মার্চে’র ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই, তারই সমর্থনে শনিবার নিমতায় আলোচনা-সভা ও কর্মশালা ছিল। সংগঠনের জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, “আর জি কর-কাণ্ডে বোঝা গিয়েছে, রাজ্যে নারী নিরাপত্তা নেই এবং সেই সংক্রান্ত সচেতনতারও অভাব। মানুষের মধ্যে অল্প বয়স থেকেই সেটা তৈরির করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব সরকার না-নেওয়ার জন্য আমরা আগে বিকল্পটা দেখিয়ে তার পরে দাবি জানাচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement