অভিযোগ জানাতে গিয়ে ভোগান্তি

এসএসসি-র দফতরে মঙ্গলবার অভিযোগ জানানোর সময়ে ঝামেলা, ধাক্কাধাক্কির ঘটনা পর্যন্ত ঘটেছে বলে চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ০২:৫৬
Share:

ফাইল চিত্র।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োদের মেধাতালিকা ঘিরে ভোগান্তি ও অশান্তির অভিযোগ অব্যাহত। ওই তালিকায় অনেকেরই টেট-এ প্রাপ্ত নম্বর বা অ্যাকাডেমিক নম্বর বদলে গিয়েছে বলে প্রথম থেকেই বিতর্ক বেধেছে। অভিযোগ জানানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরে ভিড় করছেন ভুক্তভোগীরা।

Advertisement

এসএসসি-র দফতরে মঙ্গলবার অভিযোগ জানানোর সময়ে ঝামেলা, ধাক্কাধাক্কির ঘটনা পর্যন্ত ঘটেছে বলে চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের তরফে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না। আরও অনেক চাকরিপ্রার্থী আজ, বুধবার থেকে এসএসসি-তে যাবেন বলে মঞ্চের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement