COVID19

Covid 19: টিকা দিয়েই স্কুল-কলেজ খুলবে: ব্রাত্য

সকলকে ভ্যাকসিন দিয়েই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার জানিয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৭:৩৩
Share:

ফাইল চিত্র।

রাজ্যের জন্য কেন্দ্র যে-হারে করোনা ভ্যাকসিন পাঠাবে, সেই ভাবেই ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং সকলকে ভ্যাকসিন দিয়েই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার জানিয়ে দিয়েছেন।
শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শক্রমে ধাপে ধাপে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পরেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রীর ভ্যাকসিন নেওয়া বাকি থেকে গেলে অবশ্যই আমরা তাঁদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়েছে। স্কুলের পড়ুয়াদেরও ভ্যাকসিন দেওয়া হবে।’’
যাদবপুর-সহ পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি আন্দোলনে নেমেছে। বুধবার নবান্ন অভিযানের পরে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ওদের জেনে রাখা প্রয়োজন, করোনার কারণে কেরলের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। কেরল সরকারের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণ পর্যালোচনা করে তার পরে ক্যাম্পাস খোলার কথা ভাবা হবে। এই সরকারি সিদ্ধান্তকে কেরলের ডান ও বাম সব ছাত্র সংগঠনই স্বাগত জানিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement