ছবি: সংগৃহীত।
তিন মাস ধরে ‘মগজ ধোলাই’ করে তবেই নরেন্দ্র মোদী সরকার সদ্য চাকরি পাওয়া আইএএস অফিসারদের রাজ্যে রাজ্যে পাঠিয়েছে বলে অভিযোগ। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজও করেছিলেন। তিন মাস হয়তো নয়, তবে এ বার তিন দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করছে রাজ্যও। সেই শিবিরে রাজ্যের শীর্ষ আমলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পরিচালনার পদ্ধতি বোঝাবেন বাংলায় আসা নতুন আইএএস অফিসারদের।
‘‘আমাদের তিন দিনের প্রশিক্ষণই যথেষ্ট। এর পরে ২০১৭ ব্যাচের আইএএস-রা মহকুমাশাসক হিসেবে হয়তো দ্রুত যোগ দিতে পারবেন,’’ বলেন নবান্নের এক সিনিয়র আমলা। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনে তিন মাসের প্রশিক্ষণ নিতেই হয় নতুন আইএএস অফিসারদের। তবে রাজ্যে তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির অতীতে কখনও হয়েছে কি না, মনে করতে পারছেন না প্রবীণ আমলাদের অনেকেই। ফলে এই প্রশিক্ষণ মোদী সরকারের ‘মগজ ধোলাই’-এর পাল্টা কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য প্রশাসনের অন্দরে।
প্রশাসনিক সূত্রের খবর, ২০১৭ ব্যাচের যে-তেরো জন নতুন আইএএস অফিসার তিন মাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ শেষে সদ্য রাজ্যে ফিরেছেন, তাঁদের এই প্রশিক্ষণ (ওরিয়েন্টেশন) দেবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব এবং রাজ্য প্রশাসনের আরও কয়েক জন প্রবীণ আমলা। এ রাজ্যের পরিস্থিতি কেমন, কী ভাবে এখানে কাজ হয়, সরকারের নীতি-লক্ষ্য কী ইত্যাদি জানাবেন তাঁরা। এক অফিসারের কথায়, ‘‘নতুন অফিসারদের সামগ্রিক ধারণা দিতেই মুখ্যসচিব এই পরিকল্পনা করেছেন।’’
আরও পড়ুন: নিজেদের সিরাম নেই, সর্পদংশনে মৃত্যু বেশি বঙ্গেই
অতীতে কয়েকটি ব্যাচের নতুন আইএএস-রা দিল্লি থেকে ফিরলেই বিভিন্ন দফতরে ‘ওএসডি’ হিসেবে পোস্টিং পেতেন। যদিও রীতি অনুযায়ী প্রথমেই এসডিও হিসেবে ওই অফিসারদের ‘ফিল্ড পোস্টিং’ পাওয়ার কথা। আগের অন্তত দু’টি ব্যাচের আইএএস অফিসারেরা আট-ন’মাস ধরে বিভিন্ন দফতরে ওএসডি হিসেবে কাজ করার পরে এসডিও পোস্টিং পেয়েছিলেন। তাঁদের জন্য অবশ্য এই ধরনের বিশেষ প্রশিক্ষণ শিবির করেনি রাজ্য। সেই সময় প্রশাসনের অনেকেই মনে করেছিলেন, তিন মাস ধরে প্রশিক্ষণের নামে নতুন আইএএস অফিসারদের ‘মগজ ধোলাই’ করেছে কেন্দ্র। সেই জন্য ফেরার সঙ্গে সঙ্গে তাঁদের ফিল্ড পোস্টিং দেয়নি রাজ্য।