Debjani Mukherjee

Saradha Case: এ রাজ্যের সারদা মামলায় জামিন পেয়ে গেলেন দেবযানী মুখোপাধ্যায়

২০১৩ সালে গ্রেফতার হন সারদা চিট ফান্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত ওই সংস্থার জুনিয়র এগ্‌জিকিউটিভ দেবযানী। তার পর থেকে জেলে ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৩:০৮
Share:

ফাইল চিত্র।

এ রাজ্যের সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। শনিবার তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

সারদা কাণ্ডে এ রাজ্যে দেবযানীর বিরুদ্ধে যে মামলা ছিল তার শুনানি আগেই শেষ হয়ে গিয়েছিল। গত ১৬ জুন হাই কোর্ট জানিয়ে দিয়েছিল শুনানি শেষ। ওই দিন দেবযানীর জামিনের বিষয়ে রায় স্থগিত রেখেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। শনিবার আদালত দেবযানীকে জামিন দিল।

এ রাজ্যে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলোয় জামিন পেলেও অসম, ভুবনেশ্বরের সারদা মামলায় এখনও রেহাই পাননি দেবযানী।

Advertisement

গত ১৫ জুন আদালতে মামলাটি উঠলে সিবিআই দেবযানীর জামিন পিছনোর জন্য বিচারপতিদের কাছে আবেদন জানায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিবিআইয়ের আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশও করে আদালত।

২০১৩ সালে সারদা চিট ফান্ড কাণ্ডে গ্রেফতার হন ওই সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। একই সঙ্গে গ্রেফতার হন সারদার জুনিয়র এগ্‌জিকিউটিভ দেবযানী মুখোপাধ্যায়। তার পর থেকে দু’জনেই জেলে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement