High Court

Sarada documents: কাঁথি থানায় দায়ের হওয়া সারদার নথি চুরি মামলা সিবিআইকে কেন, হাই কোর্টে বিরোধিতা রাজ্যের

সারদার নথি চুরি মামলার সঙ্গে আমানতকারীদের কোনও যোগ নেই। হাই কোর্টে এই যুক্তি দেখিয়ে মামলাটি সিবিআইকে দেওয়ার বিরোধিতা করল রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৪:৫৫
Share:

সারদার নথি চুরি মামলা সিবিআইকে দেওয়ার বিরোধিতা করল রাজ্য।

সারদার নথি চুরি মামলা সিবিআইকে দেওয়ার বিরোধিতা করল রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্য জানায়, চুরির ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলার সঙ্গে সরাসরি আমানতকারী বা ক্ষতিগ্রস্তরা জড়িত নয়। ফলে পুলিশের তদন্তে কোনও বাধা নেই। যদিও মামলাকারী সেই যুক্তি মানতে চাননি। তাঁর দাবি, কাঁথি থানায় দায়ের হওয়া মামলাও সিবিআইকেই দেওয়া হোক।

Advertisement

কলকাতা হাই কোর্টে অনিন্দ্যসুন্দর দাস একটি জনস্বার্থ মামলা করেন। অনিন্দ্যসুন্দরের যুক্তি, আদালতের নির্দেশে সারদা-কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। তাঁর দাবি, পুলিশ তদন্ত করতে পারে না। তাঁর প্রশ্ন, ‘‘একই মামলায় দু’টি সমান্তরাল তদন্ত কেন? কাঁথি থানায় যে মামলা রুজু হয়েছে সিবিআইকে দেওয়া হোক।’’

সারদার নথি চুরি মামলায় কাঁথি থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অনিন্দ্যসুন্দর। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নিয়ে তিন দিনের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল। শুক্রবার তারই শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement