RSP

‘জনতার সব্জি ঘর’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০৫:৩৪
Share:

আরএসপির সব্জি ঘরে সুজন চক্রবর্তী ও অশোক ঘোষ। নিজস্ব চিত্র।

বাজারে আনাজ থেকে শুরু করে নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন বেড়েই চলেছে, তখন সস্তায় খাদ্যদ্রব্য জোগান দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বামপন্থী নানা সংগঠন। কোথাও তৈরি করা খাবার অত্যন্ত কম দামে দেওয়া হচ্ছে, কোথাও রয়েছে সুলভ মূল্যে সব্জির ব্যবস্থা। আরএসপি-র উত্তর কলকাতা আঞ্চলিক কমিটির এমনই উদ্যোগ ‘জনতার সব্জি ঘর’ ১৫ দিন পেরোল। সেখানে উপস্থিত হয়ে রবিবার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘সরকারে না থাকলেও দরকারে বামপন্থীরা মানুষের পাশেই আছে।’’ ছিলেন আরএসপি-র শ্রমিক নেতা অশোক ঘোষ, কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়, ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপু সাহা প্রমুখ। বাজারের চেয়ে ৩০% কম দামে এখানে সব্জি বিক্রি করছেন আরএসপি কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement