ভিডিয়ো থেকে নেওয়া।
পুজোর ছুটিতে বেড়িয়ে বাড়ি ফেরার পথে খাদে পড়ল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু একই পরিবারের তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির বাকি তিন আরোহী। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ মিরিকের গয়াবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে তলিয়ে যায়। রাতভর চলে তল্লাশি।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা জয় ঘোষ, তাঁর মা, স্ত্রী ও পরিবারের বাকি সদস্যদের নিয়ে পুজোর ছুটিতে মিরিক বেড়াতে গিয়েছিলেন। নবমীর দিন সন্ধে নাগাদ পাহাড় থেকে নামছিলেন তাঁরা। মিরিকের গয়াবাড়ির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। রাস্তা টপকে গাড়ি গিয়ে পড়ে খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়-সহ তিন জনের। গুরুতর আহত আরও তিন জন।
আহত ও মৃতরা সকলে একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ৬ জন ছিলেন।
কিন্তু কী ভাবে ঘটল দুর্ঘটনা? চালক কি মনোযোগ হারিয়ে ফেলেছিলেন, নাকি গাড়ির যান্ত্রিক কোনও ত্রুটি? উত্তর খুঁজছে পুলিশ।