দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ি। নিজস্ব চিত্র।
সপরিবার বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গাড়ি দুর্ঘটনার বলি হলেন একই পরিবারের ৩ জন। আহত আরও ১ জন বর্ধমানের হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের গলসির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বিহারের ভাগলপুর থেকে কলকাতায় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শাহবাজ খান, তাঁর স্ত্রী আঞ্জু খান, ছেলে সার্জিল এবং শাহবাজের ভাই জাহির করিম। শুক্রবার ভোর ৪টে নাগাদ গলসির কুলগড়িয়ার কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা খবর দিলে গলসি থানার পুলিশ গিয়ে ৩ জনের দেহ গাড়ির ভিতর থেকে বার করেন। সার্জিল ছাড়া বাকি ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সার্জিলকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে সার্জিলের গোঙানির আওয়াজ শুনতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়। গাড়িটি হেফাজতে নিয়ে কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। শুক্রবার বিহার থেকে বর্ধমানে এসে পৌঁছন মৃতদের পরিবার পরিজন।