PM Narendra Modi

Bengal Polls: বাংলায় আবার মোদী এক্সপ্রেস, ২৪ মার্চ শুভেন্দুর পাড়ায়, ২০ তারিখে দিলীপ-ডেরায়

যে বিষয়ে এখনও জল্পনা চলছে, তা হল— শুভেন্দুর সমর্থনে মোদী নন্দীগ্রামে জনসভা করবেন কি না। বিজেপি সূত্রে কিছু জানানো হয়নি। তবে এখনও সময় আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা, মেদিনীপুর শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ২০:৪৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২৪ মার্চ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তিন দিন পর ২৭ মার্চ থেকে ভোট শুরু বাংলায়। নীলবাড়ি দখলের লড়াইয়ে রাজ্যের বিজেপি প্রার্থীদের হয়ে প্রধানমন্ত্রী যে জেলায় জেলায় প্রচার করবেন, তা আগেই জানিয়েছিল বিজেপি। সেই ধারাবহিক বাংলা সফরে মোদী এক্সপ্রেসের অন্যতম প্ল্যাটফর্ম হতে চলেছে কাঁথি। যা পূর্ব মেদিনীপিুরে ‘অধিকারী গড়’ বলে পরিচিত। কাঁথি আদতে শুভেন্দু অধিকারীর পাড়া। যিনি ভোটে লড়ছেন ওই জেলারই নন্দীগ্রাম কেন্দ্র থেকে। প্রতিপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কথা ছিল, বাংলার ভোটে বিজেপি-র প্রচারে অন্তত ২০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। যাবেন প্রতিটি জেলায়। গত ৭ মার্চ ব্রিগেডে সভা করেছেন। বিজেপি সূত্রের খবর, আগামী আট দিনে আরও দু’বার বাংলায় আসবেন মোদী। ১৮ মার্চ বৃহস্পতিবার পুরুলিয়ায়। তার ঠিক দু’দিন পর শনিবার, ২০ মার্চ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। যা আদতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘ডেরা’। কারণ, ওই আসন থেকেই প্রথম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন দীলীপ। তার পর আপাতত তিনি মেদিনীপুরের সাংসদ। যদিও তাঁর ছেড়ে-যাওয়া খড়্গপুর আসনটি ধরে রাখতে পারেনি বিজেপি। তবুও মোদী দিলীপ-ডেরায় আসবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। এর পর একে একে রাজ্যের সবক’টি গুরুত্বপূর্ণ জেলাতেও সমাবেশ করার কথা তাঁর। তবে এর মধ্যে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুর ব্যতিক্রম। ২৪ মার্চ কাঁথিতে এলে পূর্ব মেদিনীপুরে এর মধ্যে দু’বার সভা করা হয়ে যাবে তাঁর। এর আগে ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরেরই হলদিয়ায় জনসভা করেছিলেন মোদী। যদিও এতে অবাক হচ্ছে না রাজ্য বিজেপি। তারা বলছে, বাংলার নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই জেলাতেই। ফলে সেখানে তিনি একাধিক সভা করলে তাতে অবাক হওয়ার কিছু নেই। যে বিষয়ে এখনও জল্পনা চলছে, তা হল— শুভেন্দুর সমর্থনে মোদী খোদ নন্দীগ্রামে জনসভা করবেন কি না। বিজেপি সূত্রে কাঁথির জনসভার কথা জানানো হলেও নন্দীগ্রামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এখনও সময় আছে। ২৭ মার্চ প্রথম দফায় পাঁচটি আসনে ভোট পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। তার আগে নন্দীগ্রামে সভা করার সুযোগ থাকবে প্রধানমন্ত্রীর। যদিও বিজেপি-র তরফে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

রবিবার থেকেই বাংলায় ভোটের প্রচারে তারকাদের নিয়ে নামছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, ১৪ মার্চ, রবিবার কেশপুরে সভা করতে পারেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডে মোদীর জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দেন মিঠুন। তাঁকে ‘বাংলার ছেলে’ বলে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মঞ্চে দেখা যাবে তাঁকে। একই দিনে আরও এক বিজেপি তারকা আসছেন বাংলায়। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার নন্দীগ্রামে এসেছিলেন স্মৃতি। বাংলা বলতে ও বুঝতে পারা এই কেন্দ্রীয় নেত্রীকে বাংলার ভোটে ব্যবহার করতে চাইছে বিজেপি। রবিবার তিনি থাকবেন শালবনি দক্ষিণে বিজেপি-র জন সমাবেশে। থাকছেন অমিত শাহও। ১৫ মার্চ ঝাড়গ্রামে রোড শো করবেন শাহ। পরের দিন, ১৬ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন বেলদায়। নাগরা বিধানসভা এলাকায় সভা করতে। ১৭ই মার্চ কেশিয়াড়িতে সভা করবেন বিজেপি-র তারকা সাংসদ ভোজপুরী ছবির অভিনেতা রবি কিষাণ। ২৫ মার্চ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর থাকবেন দাঁতনের জন সমাবেশে। বিজেপি-র পশ্চিম মেদিনীপুর জেলার নেতা শুভজিৎ রায় শুক্রবার বলেন, ‘‘আপাতত আমাদের জানানো হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মিঠুন চক্রবর্তী নির্বাচনের প্রচারের জন্য আসবেন। পরে দলের আরও শীর্ষনেতাও আসবেন প্রচারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement