Recruitment Case

আবারও শীর্ষ আদালতে, শুনানি হয়তো এ মাসেই 

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে ইডি-র সমন অনুযায়ী হাজিরা বা নথি জমা দিলেও অভিষেকের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ডিভিশন বেঞ্চের ওই রায়ের আগে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে কিছু সমস্যা থেকে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০৬:২৩
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতির তদন্তের শ্লথ গতি নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ দিয়েছিল, ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে ইডি-র কাছে সব নথি জমা দিতে হবে। নিয়োগ দুর্নীতিতে ইডি-র তদন্ত ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করে ইডি-কে কার্যত সময়সীমা বেঁধে দিয়েছিল হাই কোর্ট। সেই অনুযায়ী অভিষেক আইনজীবী মারফত ১০ অক্টোবর তাঁর ব্যক্তিগত আয়-ব্যয় ও সম্পত্তির নথি জমা দিয়েছিলেন। তার পরে বৃহস্পতিবারও ইডি-র দফতরে হাজিরা দিয়ে ৬০০০ পাতার নথি জমা দিয়েছেন অভিষেক।

Advertisement

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে ইডি-র সমন অনুযায়ী হাজিরা বা নথি জমা দিলেও অভিষেকের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ডিভিশন বেঞ্চের ওই রায়ের আগে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে কিছু সমস্যা থেকে গিয়েছে। সেই কারণেই অভিষেক গত ১৩ অক্টোবর এই মামলা দায়ের করেছেন। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি পঙ্কজ মিথলের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতিরা অন্য বেঞ্চে মামলা তালিকাভুক্ত হবে বলে জানান। ২০ নভেম্বর মামলাটির শুনানি হতে পারে। ইডি-ও এই মামলায় ক্যাভিয়েট দায়ের করে আর্জি জানিয়েছে, তাদের বক্তব্য না শুনে যেন কোনও ফয়সালা না হয়।

প্রসঙ্গত, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেকের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছে। বিচারপতিই কার্যত বলে দিচ্ছেন, কী রকম প্রশ্ন করতে হবে। তাঁরা বিচারপতি সিংহের রায়ে স্থগিতাদেশ চাইলেও ডিভিশন বেঞ্চ সম্মত হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement