Crime

তৃণমূল থেকে বহিষ্কৃত রমা

রমা বাগনান-২ পঞ্চায়েতের সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগনান শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৫:৪৫
Share:

কুশ বেরা

বাগনানে তরুণী নিগ্রহ এবং তাঁর মাকে খুনে মূল অভিযুক্ত কুশ বেরার স্ত্রী রমাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

Advertisement

রমা বাগনান-২ পঞ্চায়েতের সদস্য। শুক্রবার হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি পুলক রায় এবং বাগনানের বিধায়ক অরুণাভ সেন রমাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। পুলকবাবু বলেন, ‘‘দোষীদের কঠোর শাস্তি চাইছি। পুলিশকে বলা হয়েছে, তদন্তে যেন কোনও গাফিলতি না-থাকে।’’ তাঁরা নিগৃহীতার পরিবারের পাশে থাকবেন বলেও জানান পুলকবাবুরা। কুশকে আগেই দল থেকে বহিষ্কারের ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম।

ওই ঘটনায় ধৃত কুশ এবং তার শাগরেদ বাচ্চু মণ্ডলের কঠোর শাস্তির দাবিতে এ দিন বিকেলে বাগনানের আমতা মোড়ে মুম্বই রোড অবরোধ করে ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। পরে তারা বাগনান থানায় স্মারকলিপি দেয়।

Advertisement

মঙ্গলবার রাতে বাগনানের গোপালপুর গ্রামে নিগ্রহের ঘটনাটি ঘটে। তরুণীর মাকে কুশ ও বাচ্চু সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে পালায় বলে অভিযোগ। পরের দিন হাসপাতালে মহিলা মারা যান। বৃহস্পতিবার দেহ নিয়ে কুশের বাড়ির সামনে যান গ্রামবাসীরা। সেখানে বিক্ষোভ দেখানোর সময়ে অভিযুক্তের বাড়ি থেকে কাটারি ছোড়া হয় বলে অভিযোগ। কাটারির ঘায়ে এক কিশোর আহত হয়। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয়। দু’টি ঘটনায় দু’টি আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিনও কুশের স্ত্রী ও দুই ছেলের খোঁজ পায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement