বুধবার সকাল থেকে মেঘলা ছিল আকাশ। ফাইল চিত্র
কিছু ক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভিজতে চলেছে শহর কলকাতা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। বুধবার দুপুর দেড়টা নাগাদ এই পূর্বাভাস জারি করে আবহাওয়া দফতর জানিয়েছে, আর ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে কলকাতা এবং তার সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
কালবৈশাখী কি না সে বিষয়ে অবশ্য জানায়নি আবহাওয়া দফতর। তবে তাদের পূর্বাভাসে বলা হয়েছে।বজ্রগর্ভ মেঘের সঙ্গে বেশ জোরেই বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি কোথাও মাঝারি, কোথাও হবে সামান্য বেশি। হলুদ সতর্কতা জারি করে শহর-সহ দুই জেলার বাসিন্দাদের দুর্যোগের সময় ঘরেই থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে গত বেশ কয়েক দিনে রাজ্যে বজ্রপাতের মৃত্যুর ঘটনার জন্যই এমন সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে তা জানতে ‘দামিনী’ অ্যাপ ডাউনলোড করে জেনে নিতে পারেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে মেঘলা ছিল আকাশ। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। তবে বুধবার রোদ্দুর আর মেঘের জন্য অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছিলেন অনেকেই। বৃষ্টি সেই অস্বস্তি কমাবে বলে আশা।