ফাইল চিত্র।
রবিবাসরীয় সকালে কলকাতার রৌদ্রোজ্জ্বল আকাশের চেহারা যে কয়েক মুহূর্তে কালো ঘন মেঘের ভিড়ে বদলে যাবে, তা বোধহয় অনেকেই ভাবেননি। সকাল থেকে রোদের দাপট ছিল। কিন্তু, ঘড়ির কাঁটা ঘুরতেই আকাশ থেকে নেমে এল বৃষ্টি। ছুটির দিনে দফায় দফায় বৃষ্টিতে ভিজল মহানগর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আগামী কয়েক দিনেও বৃষ্টির এই ইনিংস জারি থাকবে। দক্ষিণবঙ্গের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। বৃষ্টির জেরে তাপমাত্রাও কমেছে। যার জেরে গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনও কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।