উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল চিত্র।
গত দু’দিনের মতো শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। সপ্তাহান্তে শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে দিনও বইবে দমকা হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২১ মার্চ, অর্থাৎ মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় তাপমাত্রাও খানিকটা কমেছে। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে।