আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। ফাইল চিত্র।
এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যের। আগামী ২-৩ দিন ধরে বৃষ্টি চলবে। রবিবার এমন পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। গত ক’দিন ধরেই রাজ্যে বৃষ্টি চলছে। গত বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টি পেয়েছে কলকাতা। তার পর থেকেই শহরের আকাশের ভোল পাল্টে গিয়েছে। রবিবার দিনভর শহরের আকাশের মুখ ভার ছিল। মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। বর্ষণ হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।
সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। সোমবারও কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলার তুলনায় মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জেরে আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা কম থাকবে। তার পর ২১ মার্চ মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখনই বৃষ্টি থামার লক্ষণ নেই। আগামী ২৪ ঘণ্টায় মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোম এবং মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২২ মার্চ অর্থাৎ, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আগামী ২৪-২৫ মার্চ পর্যন্ত উত্তরের জেলাগুলতে হালকা বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে। তবে সে দিনও হালকা বৃষ্টি হতে পারে। ২৩ মার্চ, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।