Weed

ডোমকলে আবার গাঁজা উদ্ধার! পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, পরে ২ জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হাসানুরজামান, আজিজুল ইসলাম। তাঁদের বাড়ি ডোমকলের তুলসীপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৮:০৮
Share:

গাঁজা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদের ডোমকলে আবার গাঁজা উদ্ধারের ঘটনা। রবিবার ৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা-সহ তিন জনকে গ্রেফতার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মাঝরাতে মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুরে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকায় ডোমকল থানার পুলিশ। তাঁদের কাছে উদ্ধার হয় ৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা। প্রথমে তাঁদের আটক করা হয়েছিল। কোথা থেকে ওই গাঁজা মিলেছে, কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, এ সব জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পরে ২ জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হাসানুরজামান, আজিজুল ইসলাম। তাঁদের বাড়ি ডোমকলের তুলসিপুর এলাকায়। দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। আরও কোনও বড় পাচারচক্র এর সঙ্গে জড়িত কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement