ছবি পিটিআই।
কখনও রোদ ঝলমলে নীল আকাশ, আবার মুহূর্তেই কালো মেঘে ঝিরঝিরে বৃষ্টি। বুধবার থেকে কলকাতার আবহাওয়ার ছবিটা খানিকটা এরকমই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বইবে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে, বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি পূরণ হবে না বলেই মনে করছেন আবহবিদরা।
এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল হতে পারে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে।