কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
সপ্তাহান্তের বিকেলে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পড়শি শহর হাওড়াতেও। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শহরে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে অস্বস্তি। অবশেষে স্বস্তির বার্তা শোনাল হাওয়া অফিস। বিকেলেই শহরের আকাশে দানা বাঁধতে পারে কালো মেঘ। কলকাতার পাশাপাশি আগে পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। যার জেরে অনেকটাই স্বস্তি মিলেছে। তবে বিপদও ডেকে এনেছে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে বিভিন্ন জেলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। শনিবারও বজ্রপাত হতে পারে সতর্ক করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শনিবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টি হতে পারে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী ২ দিন কলকাতায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এর পর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।