Kolkata Weather Today

বৃষ্টি শুরু কলকাতায়, বজ্রপাতের সতর্কতা জারি, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শুক্রবার সকাল থেকেই চড়া রোদ ছিল কলকাতার আকাশে। বেলা গড়াতেই শহরবাসী গলদঘর্ম। সন্ধ্যার পর অবশেষে খানিকটা স্বস্তি মিলল। শনিবারও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৮:২৫
Share:

কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি। প্রতীকী ছবি।

গরমে সাময়িক স্বস্তি মিলল কলকাতায়। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

শুক্রবার সকাল থেকেই চড়া রোদ ছিল কলকাতার আকাশে। বেলা গড়াতেই শহরবাসী গলদঘর্ম। সন্ধ্যার পর অবশেষে স্বস্তি মিলল।

বৃহস্পতিবার বিকেলের পরও কলকাতা এবং বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছিল। যার জেরে সন্ধ্যার পর অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছিলেন সকলে। তবে শুক্রবার সকাল থেকেই আবার অস্বস্তিকর গরমের প্রত্যাবর্তন ঘটে। আলিপুর জানিয়েছে, বৃষ্টি হলেও আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement