Bharatmala Project

ভারতমালা সড়ক কি তৈরি হবে না বাংলায়

দেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। তাকেই বলা হচ্ছে ভারতমালা প্রকল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৬:৫৪
Share:

প্রতীকী ছবি।

প্রশ্ন উঠছিল জমি অধিগ্রহণ নিয়ে। সেই টানাপড়েন এতই তীব্র হয়ে ওঠে যে, মামলা-মকদ্দমাও হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ বাদ পড়বে কি না, সেই বিষয়ে সংশয় দেখা দিয়েছে।
দেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। তাকেই বলা হচ্ছে ভারতমালা প্রকল্প। পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার-সহ বিভিন্ন জেলায় যে-সব জায়গায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেখান দিয়েই প্রস্তাবিত সড়ক তৈরির কথা ছিল। কিন্তু এই রাজ্যে জমি অধিগ্রহণের প্রশ্নে সেই উদ্যোগ ধাক্কা খেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে ওই ভারতমালা প্রকল্পেরই জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন। তাঁর আইনজীবী অরিন্দম দাস জানান, এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানিতে ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া’ বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের আইনজীবী মৌখিক ভাবে জানান, এ রাজ্যে ওই প্রকল্পের জন্য কোনও জমি অধিগ্রহণ করা হয়নি। আপাতত প্রকল্পের কাজ বন্ধ আছে।

Advertisement

জাতীয় সড়ক কর্তৃপক্ষের আইনজীবী মনিকা রায় আদালতে জানিয়েছেন, যে-জমি নিয়ে মামলা হয়েছে, তা অধিগ্রহণ করা হয়নি এবং সেই জমি অধিগ্রহণের কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। আদালত জানিয়েছে, জমি অধিগ্রহণ না-হলে আপাতত মামলাটির কোনও সারবত্তা থাকে না। তাই মামলাটির নিষ্পত্তি করা হল।
মামলাটির নিষ্পত্তি হলেও জমি অধিগ্রহণ না-হওয়া এবং প্রকল্পের কাজ আপাতত স্থগিত থাকায় অনেকেরই প্রশ্ন, ভারতমালা প্রকল্পের সড়ক অন্যত্র নির্মিত হলেও সেটি কি পশ্চিমবঙ্গে তৈরি হবে না?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement