—নিজস্ব চিত্র।
‘মায়ের ডাকে’ তারাপীঠে পুজো দিতে গেলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, পুরভোটে কুঁড়ি থাকবে কিন্তু পদ্ম আর ফুটবে না।
দুপুরে তারাপীঠে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘‘মা ডেকেছেন, তাই এসেছি। মা না ডাকলে আসি না।’’ তৃণমূল নেতা জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সাফল্য কামনা করেও পুজো দিয়েছেন তিনি।
রাজ্যে আসন্ন পুরভোটে বিজেপি-র ফল কেমন হতে পারে, সাংবাদিকরা এমন প্রশ্ন করতেই অনুব্রত বলেন, ‘‘পুরভোটে কুঁড়ি হয়েই থাকবে বিজেপি-র ফুল ফুটবে না। পদ্মের পাপড়ি বার হবে না।’’
বৃহস্পতিবার অনুব্রতের সঙ্গে তারাপীঠে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।