প্রতীকী ছবি।
লকডাউন তো কী! সংক্রমণের ভয়কেও থোড়াই কেয়ার। ফলে, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন প্রান্তে বিয়ের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ। চুপিসাড়ে তোড়জোড় চলছে নাবালিকা বিয়েরও! যদিও জেলা পুলিশ ও চাইল্ড লাইনের তৎপরতায় লকডাউনের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত জেলা জুড়ে মোট ১৬ জন নাবালিকার বিয়ে রোখা সম্ভব হয়েছে।
পুলিশের কর্তারা জানাচ্ছেন, করোনা-সংক্রমণ ঠেকাতে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। তা সত্ত্বেও আইনবিরুদ্ধ ভাবে জেলার বিভিন্ন জায়গায় রীতিমতো সামাজিক জমায়েত ও ভোজের বন্দোবস্ত করে বিয়ের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ।
তবে, লকডাউনের সুযোগে নাবালিকা বিয়ের প্রবণতা চিন্তায় রেখেছে প্রশাসনকে। চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, গত ২৩ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সিউড়ি, বোলপুর, রামপুরহাট— এই তিনটি মহকুমা এলাকা মিলিয়ে ১৬ জন নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল। প্রত্যেক ক্ষেত্রেই আইনবিরুদ্ধ ভাবে সামাজিক জমায়েত করে মেয়েগুলির বিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকি বেশ কিছু নাবালিকার অমতেই বাড়ি থেকে তাদের বিয়ে ঠিক করা হয়েছিল বলে চাইল্ড লাইলের দাবি। প্রতিটি ক্ষেত্রেই টোল ফ্রি ১০৯৮ নম্বরে খবর পৌঁছয় চাইল্ড লাইনের কাছে। তার পরেই চাইল্ড লাইনের কর্মীরা পুলিশ-প্রশাসনের সাহায্যে বিয়ে বন্ধ করতে সমর্থ হন।
বীরভূম চাইল্ড লাইনের কাউন্সিলর মাধবরঞ্জন সেনগুপ্ত বলেন, ‘‘এই সুযোগে অনেক বাবা-মা চাইছেন, চুপিচুপি নাবালিকা কন্যার বিয়ে সেরে ফেলতে। কিন্তু, প্রশাসন এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। তাই ১৬ নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হয়েছি।’’
বিডিও (বোলপুর-শ্রীনিকেতন) শেখর সাঁই বলেন, ‘‘চাইল্ড লাইন খুবই ভাল কাজ করছে। বিভিন্ন জায়গায় গোপনে নাবালিকার বিয়ে দেওয়ার খবরাখবর তারা প্রশাসনকে এনে দিচ্ছে। প্রশাসনও যতটা সম্ভব সাহায্য করছে সেই সমস্ত বিয়ে বন্ধ করার জন্য।’’ প্রশাসনের তরফ থেকেও এই পরিস্থিতিতে কোথাও বিয়ের জমায়েত হচ্ছে কিনা, তার উপরে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)