Visva Bharati

Visva Bharati University: বৃহস্পতিবার থেকেই খুলে যাচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যদিও ছাত্রাবাস থাকছে বন্ধই

করোনা আবহে বন্ধ বিশ্বভারতীর হস্টেলও। সেগুলি খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি, এখনই খুলছে না বিশ্বভারতীর রবীন্দ্রভবন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৩
Share:

ফাইল ছবি।

রাজ্য সরকারের নির্দেশ মেনে ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

রাজ্য-সহ দেশে করোনা ক্রমশ কমতির পথে। রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ খুলে যাচ্ছে। এ বার সেই পথে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও। বুধবার বিশ্বভারতীর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকেই বিশ্বভারতী ক্যাম্পাস খুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য ও কর্মসচিবের উপস্থিতিতে সমস্ত ভবনের অধ্যক্ষ ও সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক হয়। তাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম সেমিস্টার, পিএইচডি, এম ফিল, ডিপ্লোমা পড়ুয়াদের অফলাইনে পড়াশোনার জন্য ক্যাম্পাসে ডাকা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রকেও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিশ্বভারতীর হস্টেল খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এখনই খুলছে না বিশ্বভারতীর রবীন্দ্রভবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement