সারিবদ্ধ: বিভিন্ন দাবিতে মিছিল। বিশ্বভারতীতে। নিজস্ব চিত্র
দশ-দফা দাবিতে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, ছাত্রদের একাংশের তরফে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের দফতরে স্মারকলিপি দেওয়া হল। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শনিবার উপাসনাগৃহের সামনে থেকে মিছিল করে বিশ্বভারতী কেন্দ্রীয় দফতরের সামনে জমায়েত হন তাঁরা। মিছিলে সামিল সকলের দাবি ছিল— সপ্তম বেতন কমিশনের বকেয়া অবিলম্বে দিতে হবে, বিশ্বভারতীর সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, বিশ্বভারতীতে স্থায়ী সচিব ও অর্থ আধিকারিক নিয়োগ, বিশ্বভারতী চত্বরে অশান্তি ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য নিখিলেশ চৌধুরীর দফতরে এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
এ দিন মহাদলের কর্মীদের একাংশ দাবি তোলেন, তাঁদের গোটা দিনের জন্য কাজ দিতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। মহাদলের তরফে ফুল টুডু, ভারতী হেমরম বলেন, ‘‘বিশ্বভারতীতে আমরা কেউ ১২ বছর, কেউ ১৫ বছর ধরে কাজ করছি কিন্তু আমাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। আমাদের পুরো দিনের কাজও দেওয়া হয় না।’’ এ বিষয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, ‘‘ওই স্মারকলিপি উপাচার্যের কাছে পৌঁছে দেওয়া হবে।’’