Soumitra Khan

দিল্লিতে ‘রাসলীলা’ চালান সৌমিত্র! অভিযোগ তুলে ‘স্ত্রী’ সুজাতার খোঁচা, ‘কাঁদেন গ্লিসারিন লাগিয়ে’

সুজাতার কটাক্ষ, ‘‘(সৌমিত্রকে) ভোটে জিতিয়ে এনে ভেবেছিলাম তিনি মানুষের কাজ করবেন। মানুষ তাঁকে কাছে পাবে। ভাবিনি তিনি ভোটে জিতে দিল্লিতে রাসলীলা আর রংরসিয়া করবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৭:২৬
Share:

সৌমিত্রকে সুজাতা: চোখে গ্লিসারিন লাগিয়ে কেঁদে নাটক করে প্রকাশ্যে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন! এটাই বিজেপির চরিত্র। —ফাইল চিত্র।

তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল উভয়েই বিচারককে জানিয়েছেন, আর একসঙ্গে থাকবেন না তাঁরা। এ বার রাজনৈতিক সভা থেকে সৌমিত্রকে খোলামেলা আক্রমণ করলেন ‘স্ত্রী’ সুজাতা। তাঁর কথায়, ‘‘(সৌমিত্রকে) ভোটে জিতিয়ে এনে ভেবেছিলাম তিনি মানুষের কাজ করবেন। মানুষ তাঁকে কাছে পাবে। ভাবিনি তিনি ভোটে জিতে দিল্লিতে রাসলীলা আর রংরসিয়া করবেন।’’

Advertisement

বাঁকুড়ার কোচডিহি গ্রামে বুধবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সভা করে বিজেপি। বৃহস্পতিবার সেই একই জায়গায় পাল্টা সভা করে তৃণমূল। সভায় বক্তৃতায় সৌমিত্রের বিরুদ্ধে সুর চড়ান সুজাতা। তিনি বলেন, ‘‘আমি স্ত্রী হিসাবে কর্তব্য পালন করেছিলাম। স্বামীকে তৃণমূল ছাড়তে নিষেধ করেছিলাম। কিন্তু ভোটের মুখে দলবদল তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে।’’ সৌমিত্রকে ‘ভোটপাখি’ বলেও কটাক্ষ করেন সুজাতা। তাঁর সংযোজন, ‘‘এই দলবদলু, ধান্দাবাজ সাংসদ যখন আদালতের নির্দেশে নির্বাসিত হয়েছিলেন, তখন আমি তাঁর স্ত্রী হিসাবে কর্তব্য পালন করেছিলাম। ভেবেছিলাম, তিনি মানুষের জন্য কাজ করবেন। মানুষ তাঁকে কাছে পাবে। কিন্তু তিনি ভোট এলেই আসেন, ভোট পেরোলেই চলে যান। এই ভোটপাখিকে নিজের এলাকায় ঢুকতে দেবেন না।’’

এখানেই থামেননি সুজাতা। সাংসদ সৌমিত্রকে তাঁর লোকসভা এলাকায় যাতে ঢুকতে না দেওয়া হয়, তারও আবেদন রাখেন আমজনতার কাছে। তিনি বলেন, ‘‘যে নিজের স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, সে অন্যদেরও মর্যাদা দিতে পারে না।’’ সৌমিত্র-জায়ার মন্তব্য, ‘‘আমি নির্যাতন সহ্য করতে না পেরে সাংসদের সঙ্গে থাকতে পারলাম না। তখন নিজের দলবদলু, ধান্দাবাজ চরিত্র লুকোনোর জন্য চোখে গ্লিসারিন লাগিয়ে কেঁদে নাটক করে প্রকাশ্যে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন! এটাই বিজেপির চরিত্র। ওরা নারীদের সম্মান দিতে জানে না।’’

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। বিজেপির টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। তবে একটি মামলার কারণে তখন আদালতের নির্দেশ ছিল যে, ভোটের প্রচারে ওই এলাকায় ঢুকতে পারবেন না সৌমিত্র। সে সময় সুজাতাই স্বামীর হয়ে ভোটপ্রচার করেন। সাংসদ হন সৌমিত্র।

তবে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সুজাতা তৃণমূলে যোগ দিলে সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র। সে মামলা এখনও আদালতে চলছে।

বৃহস্পতিবার সুজাতার ওই মক্তব্য নিয়ে সৌমিত্রের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি এ নিয়ে কোনও কথা বলতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement