Sleeping Pill

TMC: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি দুবরাজপুরের তৃণমূল নেতা মানিক মুখোপাধ্যায়

মানিককে অসুস্থ অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৭:৪৩
Share:

ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে তৃণমূল নেতা। প্রতীকী ছবি।

Advertisement

মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি বীরভূমের দুবরাজপুর শহর তৃণমূলের সভাপতি মানিক মুখোপাধ্যায়। রবিবার রাতে তিনি ঘুমের ওষুধ খান বলে তৃণমূল সূত্রে খবর।

মানিককে অসুস্থ অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘উনি আত্মহত্যার চেষ্টা করেছেন, এমনটা আমরা বলছি না। ওঁর স্ত্রী বেশ কিছু দিন ধরে অসুস্থ। পাশাপাশি নির্বাচনের একটা গুরুদায়িত্ব ওঁর কাঁধের উপর রয়েছে। অনেকেই ঘুমের ওষুধ খান। উনি কয়েকটা বেশি খেয়ে ফেলেছেন। হয়তো চাপ কাটাতেই কয়েকটা ওষুধ খেয়েছেন। কী ঘটেছে, তা বিচার-বিশ্লেষণ না করে বলা যাবে না। তবে আগে উনি সুস্থ হয়ে ওঠুন।’’

মানিকের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দুবরাজপুরের রাজনৈতিক মহলে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন মলয়-সহ জোড়াফুল শিবিরের সকলেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement