ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে তৃণমূল নেতা। প্রতীকী ছবি।
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি বীরভূমের দুবরাজপুর শহর তৃণমূলের সভাপতি মানিক মুখোপাধ্যায়। রবিবার রাতে তিনি ঘুমের ওষুধ খান বলে তৃণমূল সূত্রে খবর।
মানিককে অসুস্থ অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘উনি আত্মহত্যার চেষ্টা করেছেন, এমনটা আমরা বলছি না। ওঁর স্ত্রী বেশ কিছু দিন ধরে অসুস্থ। পাশাপাশি নির্বাচনের একটা গুরুদায়িত্ব ওঁর কাঁধের উপর রয়েছে। অনেকেই ঘুমের ওষুধ খান। উনি কয়েকটা বেশি খেয়ে ফেলেছেন। হয়তো চাপ কাটাতেই কয়েকটা ওষুধ খেয়েছেন। কী ঘটেছে, তা বিচার-বিশ্লেষণ না করে বলা যাবে না। তবে আগে উনি সুস্থ হয়ে ওঠুন।’’
মানিকের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দুবরাজপুরের রাজনৈতিক মহলে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন মলয়-সহ জোড়াফুল শিবিরের সকলেই।