TMC

TMC: চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা! অভিযোগ বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে

ইমদাদুল বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চাকরি দেওয়ার জন্য কারও থেকে টাকা নিইনি আমি। আর চাকরি দেওয়ার মালিকও নই আমি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নলহাটি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২৩:২৬
Share:

লিখিত অভিযোগ দায়ের করেছেন চাকুরিপ্রার্থীর বাবা। নিজস্ব চিত্র।

প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল এ বার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমদাদুল হকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। রামপুরহাট মহকুমাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক চাকুরিপ্রার্থীর বাবা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

বীরভূমের তারাপীঠ থানার বাসিন্দা গোলকবিহারী দাস নামে ওই অভিযোগকারীর দাবি, প্রাথমিক স্কুলে ছেলে কৌশিক দাসের চাকরির জন্য ইলদাদুলকে ২০১৪ সালে ৪ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে সেই চাকরি পাননি। পরে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে টাকাও ফেরত দেননি বিধায়ক। গোলকবিহারী জানান, তিনি ক্যানসার আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। ইমদাদুলকে একাধিক বার ফোন করে এ কথা জানিয়েছেনও তিনি। কিন্তু তার পরেও টাকা ফেরত পাননি গোলকবিহারী।

ইমদাদুল বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চাকরি দেওয়ার জন্য কারও থেকে টাকা নিইনি আমি। আর চাকরি দেওয়ার মালিকও নই আমি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement