Vinod Kambli

কাম্বলির জন্য প্রার্থনা পাকিস্তানে, উদ্বিগ্ন বন্ধুর ভিডিয়ো কলও এল সীমান্তের ও পার থেকে

কাম্বলির অসুস্থতায় উদ্বিগ্ন পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারও। তিনি ভিডিয়ো কলে কথা বলেছেন ভারতের প্রাক্তন ব্যাটারের সঙ্গে। কাম্বলির জন্য প্রার্থনার আবেদনও জানিয়েছেন ভক্তদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

সপ্তাহখানেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিনোদ কাম্বলি বলেছিলেন, ক্রিকেটজীবনে আট বার কামব্যাক করেছেন। জানেন কী ভাবে ফিরে আসতে হয়। হাসপাতালের বিছানায় শুয়ে বন্ধু, ভক্তদেরও ফিরে আসার আশ্বাস দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। কাম্বলি ভিডিয়ো কলে কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির সঙ্গে। উদ্বিগ্ন বন্ধু সীমান্তের ও পার থেকেই কাম্বলির জন্য প্রার্থনা করছেন।

Advertisement

সাকূল্যে তিন বছরও দেশের হয়ে টেস্ট খেলেননি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১০ বছর। তার মধ্যে একাধিক বার দল থেকে বাদ পড়েছেন। আবার ফিরেও এসেছেন। জাতীয় দলের মতো মুম্বই দলেও একাধিক বার কামব্যাক করেছিলেন ক্রিকেটার কাম্বলি। অসুস্থতাও সেই আত্মবিশ্বাস টলাতে পারেনি ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটারের। কাম্বলির সঙ্গে কথা বলার পর বাসিত বলেছেন, ‘‘ভিডিয়ো কলে কাম্বলির সঙ্গে কথা বলেছি। কিছুটা ভাল রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার ব্যাপারে কাম্বলি আত্মবিশ্বাসী। একটাই অনুরোধ করব, সকলে কাম্বলির জন্য প্রার্থনা করুন।’’

কিছু দিন আগেও মুত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কাম্বলিকে। এ বার সেই সমস্যার সঙ্গে রয়েছে শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া এবং হৃদ্‌রোগজনিত কিছু সমস্যা। কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement