মদের দোকানের সামনে জমায়েত। মঙ্গলবার, সিউড়িতে। —নিজস্ব চিত্র
সদ্য পেরিয়েছে কালীপুজো-ভাইফোঁটা। সামনে ছট পুজো। উৎসবের মরসুমে মদের দাম বাড়ানোয় বেজায় চটেছেন সুরাপ্রেমীরা। সেই ক্ষোভই কার্যত ছোটখাট বিক্ষোভের চেহারা নিল বীরভূমের সিউড়ির একটি দোকানের সামনে। তাঁদের অভিযোগ, দাম বাড়িয়ে দেওয়ায় বিরাট সমস্যায় পড়েছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন, এ ভাবে মদের দাম কেন বাড়ানো হচ্ছে? এমন কাণ্ডে অস্বস্তিতে দোকানদারও।
সোমবার সকালের দিকে সিউড়ির চৌরাস্তার মোড়ে মদের দোকান খুলেছে কিছুক্ষণ আগেই। সামনে গ্রাহকদের জটলা, কোলাহল। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন মদ। কিন্তু বিপত্তি বাধল এক গ্রাহকের প্রতিবাদে। তিনি মদের দাম বাড়ানো নিয়ে প্রশ্ন তুলতেই তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও কয়েক জন। তাঁদেরই এক জন চন্দন লাহিড়ী ক্ষোভের সুরে বলেন, ‘‘আত্মীয়-বন্ধুবান্ধবদের যে একটু মদ খাওয়াব, তারও উপায় নেই। সোমবার কিনে নিয়ে গিয়েছি যে দামে, পরের দিনই এত দাম বেড়ে গেল? আমরা চাই সরকার এটা নিয়ে ভাবুক।’’