santiniketan

ছাত্রবিক্ষোভে উস্কানির অভিযোগ, বিশ্বভারতীর সাসপেন্ড অধ্যাপককে শোকজ বিদ্যুতের

গত ২৩ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্যকে সেন্ট্রাল অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। রাত ২টো নাগাদ ঘেরাও মুক্ত হন উপাচার্য। অভিযোগ, ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন সুদীপ্ত ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৩:২৯
Share:

অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ। — নিজস্ব চিত্র।

ছাত্রবিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই মর্মে সুদীপ্তকে চিঠিও পাঠানো হয়েছে বিশ্বভারতীর তরফে। ঘটনাচক্রে এর আগে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এ বার সুদীপ্তকে ধরানো হল কারণ দর্শানোর চিঠি।

Advertisement

গত ২৩ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎকে সেন্ট্রাল অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। রাত ২টো নাগাদ ঘেরাও মুক্ত হন উপাচার্য। অভিযোগ, ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন সুদীপ্ত। সেই কারণেই তাঁকে এ বার শোকজ করেছে কর্তৃপক্ষ। অভিযোগ, অধ্যাপক হিসাবে সুদীপ্ত ছাত্রদের উস্কানি দিয়েছেন। তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। সুদীপ্তের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাঁকে ৩ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর বিদ্যুতের ইস্তফার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী। ছাত্রদের দাবি, বিদ্যুতের কাছে কয়েকটি দাবি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিদ্যুৎ তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তিও বাধে। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। যদিও বিদ্যুতের দাবি, তাঁকে হেনস্থা করেছেন পড়ুয়ারাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement