বিসিসিআই সভাপতির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল। ফাইল ছবি।
স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নীর বিরুদ্ধে। বোর্ডের এথিকস অফিসার বিনীত সরণ তাঁকে নোটিস দিয়েছেন। ২০ ডিসেম্বরের মধ্যে লিখিত উত্তর চাওয়া হয়েছে বিন্নীর কাছ থেকে।
বিন্নীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন সঞ্জীব গুপ্ত নামে এক ব্যক্তি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিন্নীর পুত্রবধূ একটি খেলার চ্যানেলে উপস্থাপক হিসাবে কর্মরত। সেই চ্যানেলটিই আবার ঘরের মাঠে ভারতের খেলা সম্প্রচার করে। প্রশ্ন তোলা হয়েছে, বিন্নী বোর্ড সভাপতি হওয়ার পরেও তাঁর পরিবারের এক সদস্য কী ভাবে সংশ্লিষ্ট চ্যানেলটিতে কাজ করছেন? এর ফলে সংশ্লিষ্ট চ্যানেলটির বাড়তি সুবিধা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
বিন্নীকে দেওয়া চিঠিতে সরণ লিখেছেন, ‘‘আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে এথিকস অফিসারের দফতরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আইনের ৩৯(২) ধারার ‘বি’ উপধারায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বোর্ডের ৩৮(১) ধারা ‘আই’ উপধারা এবং ৩৮(২) ধারা ভঙ্গ করেছেন। স্বার্থের সংঘাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আপনাকে লিখিত ভাবে বক্তব্য জানাতে বলা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া যথাযথ হলফনামা হিসাবে দিতে হবে।’’
প্রাক্তন ক্রিকেটার কথা বোর্ড সভাপতির ছেলে স্টুয়ার্ড বিন্নীর স্ত্রী মায়ান্তিকে জড়িয়ে অভিযোগ আনা হয়েছে বোর্ড সভাপতির বিরুদ্ধে। যে চ্যানেল ভারতের ঘরের মাঠের খেলাগুলি সম্প্রচার করে, সেই চ্যানেলের সঙ্গে যুক্ত মায়ান্তি। এর ফলে বিসিসিআইয়ের স্বার্থ বিঘ্নিত হতে পারে বলে দাবি অভিযোগকারীর।
গত অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৬তম সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন বিন্নী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিতর্ক তৈরি হল বিন্নীকে নিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বিন্নী। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ২০টি এক দিনের ম্যাচ খেলেছেন।