উদযাপনে মেতেছেন পড়ুয়ারা নিজস্ব চিত্র।
গত দু’বছর ধরে বন্ধ রয়েছে বিশ্বভারতীর ‘আনন্দবাজার’। প্রতি বছর মহালয়ার দিন বিশ্বভারতীর গৌড়প্রাঙ্গণে বসে এই মেলা। অন্য মেলার থেকে এই মেলা একদম অন্য রকম। রাত জেগে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা গৌড়প্রাঙ্গণে দোকান তৈরি করেন। মহালয়ার দিন বিকেল থেকে মেলা শুরু হয়। ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য, খাবার নিয়ে এই মেলা বসে।
শুধু দোকান নয়, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও গানের মধ্যে দিয়ে কাটে সন্ধ্যা। ঢাক ও কাঁসরের শব্দে মুখরিত হয় পুরো প্রাঙ্গন। কিন্তু এক দিকে করোনা পরিস্থিতি, অন্য দিকে ক্যাম্পাস বন্ধ থাকায় গত দু’বছর ধরে বিশ্বভারতী কর্তৃপক্ষ ‘আনন্দবাজার’ বন্ধ করেছে।
এই পরিস্থিতিতে চলতি বছর ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মেলার আয়োজন করেন। বুধবার সকালে রতন পল্লীর নিমতলা মাঠে ঢাক ও কাঁসর বাজিয়ে আনন্দ উদযাপন করেন তাঁরা। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, আগামী দিনেও কর্তৃপক্ষ মেলার আয়োজন না করলে তাঁরা এ ভাবেই আনন্দ উদযাপন করবেন।