Tower Collapsed in Uttar Pradesh

এ বার উত্তরপ্রদেশ! প্রয়াগরাজে টাওয়ার ভেঙে পড়ে আহত হলেন পাঁচ শ্রমিক

শনিবার থারওয়াই থানার অন্তর্গত সাহাসন এলাকায় একটি ৪০০ কিলোওয়াটের বৈদ্যুতিন টাওয়ার ভেঙে পড়ে। টাওয়ার চাপা পড়ে আহত হন পাঁচ জন শ্রমিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৭
Share:

টাওয়ার ভেঙে আহত পাঁচ শ্রমিক। ছবি: পিটিআই।

মধ্যপ্রদেশের পর এ বার উত্তরপ্রদেশ! টাওয়ার ভেঙে পড়ে গুরুতর আহত হলেন পাঁচ জন শ্রমিক। শনিবার দুপুরে প্রয়াগরাজে ঘটনাটি ঘটেছে।

Advertisement

শনিবার থারওয়াই থানার অন্তর্গত সাহাসন এলাকায় একটি ৪০০ কিলোওয়াটের বৈদ্যুতিন টাওয়ার ভেঙে পড়ে। টাওয়ার চাপা পড়ে আহত হন পাঁচ জন শ্রমিক। এসিপি (থারওয়াই) চন্দ্রপাল সিংহ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘শনিবার সকাল থেকে বাংলা-দিল্লি সংযোগকারী ওই ট্রান্সমিশন টাওয়ারে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তখনই হঠাৎ টাওয়ারটি হু়ড়মুড়িয়ে শ্রমিকদের উপর ভেঙে পড়ে।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তিন জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী ভাবে ওই টাওয়ারটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, মাসখানেক বাকি থাকতেই প্রয়াগরাজে পুরোদমে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভের প্রস্তুতি। তার মাঝেই এই ঘটনায় উদ্বেগ বেড়েছে। তবে গঙ্গানগর পুলিশের ডেপুটি কমিশনার কুলদীপ গুণওয়াত জানিয়েছেন, ঘটনাটি শহর থেকে বেশ কিছুটা দূরে ঘটেছে। মহাকুম্ভের প্রস্তুতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত, বৃহস্পতিবারই মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল পশ্চিমবঙ্গের তিন শ্রমিকের। সেই ঘটনার দু’দিনের মাথায় ফের একই ধাঁচের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement