Burdwan Municipality

বর্ধমান উৎসবকে কেন্দ্র করে অশান্তি, পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন শিল্পীদের একাংশ

শুক্রবারও রাষ্ট্রীয় শোকের মধ্যেই পুর উৎসবের অনুষ্ঠান চলে। শনিবার ফের শুরু হয় অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মঞ্চে উঠে মাইক হাতে অনুষ্ঠান বন্ধের ঘোষণা করেন পুরসভার চেয়ারম্যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:১২
Share:

বর্ধমান পুর উৎসব ঘিরে অশান্তি। — ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবু তার মাঝেই চলছিল বর্ধমান পুর উৎসব। শেষমেশ সমালোচনার মুখে পড়ে মাঝপথেই ইতি টানতে হল অনুষ্ঠানে। শনিবার সন্ধ্যায় পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এই ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হন অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী ও তাঁদের অবিভাবকদের একাংশ। উৎসব ময়দানের মাঠেই পুরসভার কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Advertisement

শুক্রবারও রাষ্ট্রীয় শোকের মধ্যেই পুর উৎসবের অনুষ্ঠান চলে। শেষের দিকে অনুষ্ঠান বন্ধ করতে হয়। এর পর শনিবার ফের শুরু হয় অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মঞ্চে উঠে মাইক হাতে অনুষ্ঠান বন্ধের ঘোষণা করেন পুরসভার চেয়ারম্যান। এর পরেই শুরু হয় শিল্পীদের একাংশের বিক্ষোভ। পুরসভার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুশিল্পীদের অবিভাবকেরাও। তাঁদের অভিযোগ,কেন আগে থেকে এই সিদ্ধান্ত জানানো হল না তাঁদের। নৃত্য শিক্ষিকা লীনা বর্মণ বলেন, ‘‘বিকেল থেকে অনুষ্ঠানের নির্ধারিত সূচী অনুযায়ী নাচ-গান সবই হল। তার পর মাঝপথে অনুষ্ঠান বন্ধ করা দেওয়া হল। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, শুক্রবারও মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তাহলে তো শনিবার অনুষ্ঠান না করলেই হত! আমাদের আগেভাগে জানিয়ে দিলে আমরা আমাদের বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে আনতাম না!’’ ক্ষুব্ধ বাকিরাও। সকলেরই অভিযোগ, আগে থেকে জানিয়ে দিলে এই ভোগান্তি হত না তাঁদের।

যদিও ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শুক্রবার অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার পর শনিবার আবার কী করে নির্ধারিত সূচী অনুযায়ী অনুষ্ঠান শুরু হল। কেনই বা তা মাঝপথে বন্ধ করে দেওয়া হল। এই বিষয়ে অবশ্য চেয়ারম্যান কিছু বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, পুর উৎসবের মেলা আগের মতোই চলবে, কিন্ত কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement