Congress

তপন কান্দু খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শার্পশ্যুটার

শনিবার বোকারো থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী শিবিরে নিয়ে আসা হয়। সূত্রের খবর, রবিবার তাঁকে পুরুলিয়া আদালতে হাজির করানো হবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫০
Share:

ফাইল চিত্র।

ঝালদার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার সার্পশুটার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ জাবির আনসারি। শনিবার বোকারো থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী শিবিরে নিয়ে আসা হয়। সূত্রের খবর, রবিবার তাঁকে পুরুলিয়া আদালতে হাজির করানো হবে।

Advertisement

তদন্তকারীদের এক সূত্র জানান, জাবিরের বাড়ি বোকারো জেলার ব্যাঙ্ক নারায়ণপুর থানার কাচো গ্রামে। ভাড়াটে খুনি ধরা পড়ার পর নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, ‘‘শুটার ধরা পড়েছে, ভাল খবর। আমি এটাই চাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সকলেই ধরা পড়ুক। তাঁদের সবার যেন ফাঁসির সাজা হয়।’’

গত ১৩ মার্চ ঝালদা শহরে খুন হয়েছিলেন তপন। সেই ঘটনার তদন্তভার পরবর্তীকালে যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নরেন কান্দু, দীপক কান্দু, কলেবর সিং, আশিক খান ও সত্যবান প্রামাণিককে আগেই গ্রেফতার করা হয়েছে। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। কিন্তু এত দিন পর্যন্ত অধরাই ছিলেন শুটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement