নিজস্ব চিত্র।
প্রায় ২৮ বছর আগের খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা শোনাল সিউড়ি আদালত। কাজি জামালউদ্দিন ১৯৯২ সালে তাঁর স্ত্রী এবং সন্তানকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে খুন করেছিলেন। বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন বিচারক।
সিউড়ি আদালতের সরকারি আইনজীবী তপন গোস্বামী জানিয়েছেন, যাবজ্জীবন সাজার পাশাপাশি জামালউদ্দিনকে ভারতীয় দণ্ডবিধির ২০১ ধারায় আরও তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
নানুর থানার নাওদা গ্রামের বাসিন্দা কাজি জামালউদ্দিনের সঙ্গে ২৪ বছরের হালিমার বিয়ে হয় ১৯৯০-এর ৪ জুলাই। বিয়ের পর থেকেই বাড়তি পণের দাবি-সহ নানা কারণে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হত। এর প্রায় ২ বছর পর ১১ জুলাই, ১৯৯২ গায়ে আগুন ধরিয়ে দিয়ে তাঁকে হত্যা করা হয়। ১০ মাসের সন্তানও নিস্তার পায়নি। সে দিন। হালিমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সিউড়ি আদালতে মামলায় দায়ের হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই মামলারই রায় ঘোষণা হল।