SNCU

আবার খুলল এসএনসিইউ

২০টি শিশু-শয্যা বিশিষ্ট এসএনসিইউ এ দিন চালুর পরে সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেখানে একটি শিশুকে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০১:৪৭
Share:

নতুন করে। নিজস্ব চিত্র।

অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালের সদ্যোজাত অসুস্থ শিশুদের এসএনসিইউ। প্রয়োজনীয় সংস্কার করে বৃহস্পতিবার ফের ওই বিভাগ খুলে দেওয়া হল।

Advertisement

এক সপ্তাহ আগে, ৮ অক্টোবর দুপুরে এসএনসিইউ-এর ভিতরে কয়েক জন প্রসূতি আগুন ও ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এসি মেশিনে আগুন ধরে যাওয়ায় এই বিপত্তি। তারপরেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সহায়তায় একে একে আট শিশু-সহ প্রসূতিদের উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়।

গত এক সপ্তাহ ধরে বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন ব্লকের বাসিন্দা প্রসূতি ও তাঁদের পরিজনদের পক্ষে বাঁকুড়া মেডিক্যালে গিয়ে চিকিৎসার দেখাশোনা করা অসুবিধা হচ্ছিল বলে জানান বিষ্ণুপুর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল। তিনি বলেন, “অসুস্থ শিশু ও তাদের মায়েদের কথা ভেবেই তড়িঘড়ি এসএনসিইউ নতুন করে সাজানো হল। সেই সঙ্গে দায়িত্বে থাকা কর্মীদের নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।’’ তিনি জানান, এ বার থেকে প্রতি ঘণ্টায় এসি মেশিন তদারকি করতে বলা হয়েছে।

Advertisement

২০টি শিশু-শয্যা বিশিষ্ট এসএনসিইউ এ দিন চালুর পরে সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেখানে একটি শিশুকে রাখা হয়েছে। বিষ্ণুপুর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শিবায়ন দাস বলেন, “দুর্ঘটনার পরে, নজরদারি অনেক বাড়ানো হয়েছে। আরও সতর্ক থাকতে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement